চাঁদপুরে সড়কে নেমেছে পুলিশ

চাঁদপুর খবর রির্পোট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক সপ্তাহ পর চাঁদপুরের ৮ থানায় পুলিশ একযোগে কাজ শুরু করেছে। সড়ক ও দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত এর নেতৃত্বে শহরের শপথ চত্বর এলাকায় এসে সদর মডেল থানার পুলিশ অবস্থান নেয়। এর আগে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শেখ মুহসীন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক দুটি গাড়ী করে থানার পুলিশ সদস্যদের নিয়ে শপথ চত্বরে আসেন।

সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করেন চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহাজাহান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, ৫ আগস্টে ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, তার সুফল যাতে দেশের সর্বস্তরের মানুষ ভোগ করতে পারে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ থেকে নতুনভাবে পুলিশ কাজ করবে। আমাদের সাথে শিক্ষার্থীরাও থেকে সহযোগিতা করবে। আমরা সকলে হাতে হাত মিলিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে যাব।

তিনি বলেন, আজ থেকে আমাদের চাঁদপুর জেলার ৮ থানার পুলিশ কার্যক্রম শুরু করেছে। এখন থেকে আমরা জনতার পুলিশ হয়ে কাজ করবো। এরপর অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা শহরের সড়কে দায়িত্বপালনকারী শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে কথা বলেন।

সম্পর্কিত খবর