মো:মাসুদ হোসেন /মো:রানা সরকার : নানা আয়োজনে চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, ইতিমধ্যে আপনারা এই সংগঠন সম্পর্কে অবগত হয়েছেন। এটি একটি সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। মানব সেবামূলক কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। গত ৮বছরে প্রায় ৭ হাজার ব্যাগ রক্তদান করেছে এ সংগঠনটি । করোনাকালীন সময়ে মানবিক কাজ করায় স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হয়েছে এ সংগঠনটি। শীতকালে শীতবস্ত্র বিতরণ, অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে।
তিনি আরো বলেন, মানুষের জন্য এ সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক আন্তরিকতা রয়েছে। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করে এসেছি এ সংগঠনকে এবং ভবিষ্যতেও সংগঠনের পাশে থাকবে। এটি একটি মাদক ও ইভটিজিং মুক্ত সংগঠন। প্রবাস থেকে অনেক প্রবাসী এ সংগঠনকে সহযোগিতা করে আসছে। এ সংগঠনের সকল সদস্য যথেষ্ট আন্তরিক। শিক্ষার্থীদের সহ-শিক্ষা-কার্যক্রমে কাজ করছে এ সংগঠন। গরীব শিক্ষার্থীদের এ সংগঠন সহযোগিতা কর আসছে। বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। সমাজসেবার এই বানী নিয়ে সংগঠনের বিস্তার সারাদেশে ছড়িয়ে যাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার।
চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজের ধর্মীয় শিক্ষক আব্দুর রহিম খান, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজাক, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান বলেন, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক সোহেল রুশদী এ সংগঠনের কল্যাণে সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করেছেন। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে কৃতজ্ব। এ সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। যা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সাত বছর পেরিয়ে আট বছরে পদার্পণ করেছে। সাফল্যের সহিত এগিয়ে যাচ্ছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। আজকে যে সকল শিক্ষার্থীরা প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পুরস্কারপ্রাপ্ত হয়েছে, সকলকে অভিনন্দন। আমরা সংগঠনের প্রধান উপদেষ্টার পরামর্শে মানব সেবায় হাত বাড়িয়ে দিব, সমাজ থেকে মাদক বাল্যবিবাহও দূরীকরণে কাজ করবো।
এসময় উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ, মো: হাবিবুর রহমান, প্রভাষক মো: মানিক মিয়া, মো: শাহাদাত হোসেন, মো: মাহবুবুর রহমান, মোসা: মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, শরীরচর্চা শিক্ষিকা হালিমা আক্তার, সহকারি শিক্ষিকা নাছরীন আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, প্রভাত শাহরাস্তি শাখার সভাপতি আইনুর নাহার, চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আল মাহমুদ, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক সাজদিদুর রহমান, সদস্য আঃ আজিজ আরজু, রেজাউল খান রানা, আফরোজা আফনান মারিয়া, অন্তর চক্রবর্তী, মোঃ মাসুম, জনি হোসেন, সিয়াম পাটওয়ারী, জহিরুল ইসলাম, শাহ-আলম, বোরহান উদ্দিন, প্রত্যয় দত্ত, পরান হোসেন, সিয়াম পাটওয়ারী, জাহিদুল ইসলাম পলক, হীরা আক্তার, জনি হোসেন, জাহিদুল ইসলাম আকাশ, মোঃ আল আমিন, মেহেদী হাসান, প্রাক্তন সদস্য সজিব হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে চাঁদপুর প্রভাত সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সংগঠনের প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের প্রধান অতিথি জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। পরে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংস্থার নেতৃবৃন্দকে ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সার্টিফিকেট এবং অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শাহতলী জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।