চাঁদপুর খবর রির্পোট: আকিজ বেকারস এর পৃষ্ঠপোষকতায় বিশেষ করে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যারা স্বেচ্ছাসেবক ট্রাফিকিং ও দেওয়াল লিখনিদের এবং তারুণ ছাত্রসমাজের মাঝে ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী মাঝে বিতরণ করা হয়েছে। তারুণ ছাত্রসমাজের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন রোটারিয়ান এড.নুরুল আমিন খান আকাশ ও রোটারিয়ান শেখ সোহেল ।
গতকাল ১১ আগষ্ট বিকেলে বিতরণকালে অংশ নেন চাঁদপুরে বিভিন্ন পেশাজীবি মধ্যে উল্লেখযোগ্য রোটারিয়ান এড.নুরুল আমিন খান আকাশ, রোটারিয়ান শেখ সোহেল, হাসান আল জায়েদ রিফাই, রোটারিয়ান অ্যাড: শরীফ ফেরদৌস শাহীন সহ অন্যান্যদের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
তারা বলেন, তরুণরাই আমাদের স্বপ্ন। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সাথে নিয়ে আমরা একটি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চাই।