পুরানবাজার ডিগ্রী কলেজের নবাগত অধ্যক্ষের সাথে ইসলামী আন্দোলনের সাক্ষাৎ

গতকাল ১১ আগস্ট রবিবার চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ল্যাফটেন্যান্ট মুহা শোয়াইব আহমাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মো. জয়নাল আবদিন এর নেতৃত্বে জেলার একটি শীর্ষ প্রতিনিধি দল ।
এ সময় জেলা সভাপতি বলেন শান্তিপূর্ণভাবে সকল শিক্ষক, শিক্ষার্থীদের ফিরিয়ে এনে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সকল প্রকার সহযোগীতা করার বিষয়ে কথা বলেন।

প্রতিষ্ঠান প্রভাবমুক্ত রাখা, সকল বৈষম্য দূর করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করার জন্য অনুরোধ জানান। এবং জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী কে.এম. ইয়াসিন রাশেদসানী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হেলাল আহমাদ, মোহাম্মদ মাহবুব ইমরান মাসুম ,আবু নাঈম মুহাম্মদ তানভীর, মাওলানা ইমরান,মুহা শরিফ মৃধা প্রমুখ।

সম্পর্কিত খবর