চাঁদপুর হাসান আলী সরকারি উবির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পদত্যাগের দাবি

চাঁদপুর খবর রির্পোট: সরকারী কর্মচারী হয়েও রাজনৈতিক নেতাদের সাথে রাজনৈতিক কর্মকান্ডে যোগদান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ করতে বাঁধা দেওয়ায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের পদত্যাগের ১দফা দাবীতে স্কুলের ছাত্ররা বিক্ষোভ কর্মসূচী পালন করেছে।

গতকাল ১১আগস্ট বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

বিক্ষোভকালে তারা বলেন, প্রধান শিক্ষক একজন সরকারী কর্মচারী হয়েও রাজনৈতিক নেতাদের সাথে রাজনৈতিক কর্মকান্ডে যোগদান করেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ এ বাঁধা দিয়েছেন। তিনি ছাত্রদের যৌক্তিক দাবিকে সমর্থন জানায়নি। তাই তার পদত্যাগ দাবি করছি। পদত্যাগ না করলে আমাদের বিক্ষোভ চলমান থাকবে।

সম্পর্কিত খবর