এডভোকেট নন্দীতা দেবনাথের ফেসবুক প্রোফাইল ব্যবহার করে মানহানিকর পোস্ট!

স্টাফ রিপোর্টার: চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট নন্দীতা দেবনাথের হুবহু ফেসবুক প্রোফাইল ব্যবহার করে তারই মামাতো ভাই সৌদি প্রবাসী সাগর চন্দ্র দেবনাথ ওরফে অনিক (২৪) নানা ধরনের মানহানিকর পোস্ট দিয়ে যাচ্ছে। এতে করে ঐ আইজীবী ও তার সিনিয়র আইনজীবী,সামাজিক,রাজনৈতিক ও পারিবারিক এবং মানষিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন।

এবিষয়ে ভোক্তভুগী আইনজীবী নন্দীতা দেবনাথ তার ও তার সিনিয়র আইনজীবীর বিরুদ্ধে এই ধরনের মিথ্যা ও মানহানিকর ফেসবুক পোস্টের বিষয়ে চাঁদপুর সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আইনজীবী নন্দীতা দেবনাথ জানান,সাগর চন্দ্র দেবনাথ ওরফে অনিক সম্পর্কে আমার মামাতো ভাই হয়। আমার আরেক মামী পূর্ণিমা রাণী দেবনাথের সাথে পারিবারিক ভাবে তাদের সাথে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।

এই বিরোধের জেরে আমার মামী পূর্ণিমা রাণী দেবনাথ ২০২৩ সালের ১৬ মে চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে (ফরিদগঞ্জ) একটি মামলা দায়ের করেন যাহার নং -৩৬৫/২০২৩। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

আমি একজন আইনজীবী হিসেবে এই মামলাটি পরিচালনা করে আসছি। যায় ফলে মামলার প্রধান আসামি সৌদি প্রবাসী সাগর চন্দ্র দেবনাথ একটি ফেক ফেসবুক আইডি খুলে আমার ও আমার সিনিয়র আইনজীবীকে জরিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি ও নানা ধরনের মিথ্যা লেখা পোস্ট দিয়ে যাচ্ছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর কুটুক্তি করে যাচ্ছে। এতে করে আমি ও আমার সিনিয়র আইনজীবী পেশাগত দায়িত্ব পালন এবং সামাজিক ও পারিবারিক ভাবে হেয় প্রতিপন্ন হওয়ায় আসংন্কায় রয়েছি।

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আমার প্রোফাইল ব্যবহার করে ফেক ফেসবুক আইডির মাধ্যমে ফেসবুকে যেসব মানহানিকর পোস্ট দেয়া হচ্ছে তা নিয়ে কেউ যেনো আমাকে ভুল না বুঝে।

উল্লেখ্য এই মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তারা হলেন (১) সাগর চন্দ্র দেবনাথ,পিতা বলরাম চন্দ্র দেবনাথ (২) বলরাম চন্দ্র দেবনাথ, পিতা মৃত হরেকৃষ্ণ দেবনাথ ও তুলসী রাণী দেবনাথ,স্বামী বলরাম চন্দ্র দেবনাথ। গ্রাম কড়ইতলী থানা ও জেলা চাঁদপুর।

সম্পর্কিত খবর