স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপু’র গ্রামের বাসায় দুর্বত্তদের হামলায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এতে তার দো’তলা পাকা বাড়ীটির ব্যাপক ক্ষয়ক্ষতি ও ব্যবহারের মালামাল পুড়ে যায়। ঘটনাটি ঘটে গত ৫ ও ৬ আগস্ট সোম ও মঙ্গলবার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের কামরাঙ্গা বাজার সংলগ্ন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. জাওয়াদুর রহিম (ডা: জে আর ওয়াদুদ টিপু) এর দো’তলা পাকা বাড়িটি ভাংচুর ও পোঁড়া অবস্থায় পড়ে আছে। বাসভবনের প্রতিটি কক্ষের এমন কোন মালামাল খুঁজে পাওয়া যায়নি যেটা ভাংচুর করা হয় নি। এরপর ভাংচুরকৃত অধিকাংশ মালমালেই অগ্নিসংযোগ করা হয়েছে।
পার্শ্বস্থ প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৫ আগস্ট বিকেলে ছাত্রদের বৈশম্যবিরোধী আন্দোলনের তোপের মুখে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ত্যাগ করার পর বিকেলে একদল দূর্বৃত্ত এসে ডা. জেআর ওয়াদুদ টিপু’র বাসায় হামলা করে এক তান্ডবলীলা প্রদর্শন করে। পরদিন মঙ্গলবার বিকেলে আবারও একদল দুর্বৃত্ত এসে দো’তলা বাড়ীটির সকল কক্ষে অগ্নিসংযোগ করে। এতে মালামালগুলোসহ পাকা বাড়ীটি পুড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। বাড়ীতে বসবাস করা লোকজন দুর্বৃত্তদের হামলার ভয়ে বর্তমানে বাড়ি ছাড়া। এদিকে হামলা করে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি রাজনৈতিক ইস্যু বলে আশপাশের লোকজন জানান।