স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের আওয়ামী লীগ সরকারের পদত্যাগের চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যানপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন গাজীর ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ী হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। এতে প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন ভুক্তভোগী।
জানা যায়, ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগষ্ট সোমবার শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ ত্যাগের পর একদল দুর্বৃত্তরা বাবুরহাট রাফি প্লাজার নিচতলায় ব্যবসায়িক প্রতিষ্ঠান গাজী ফার্নিচার এন্ড গ্যালারিতে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তার প্রতিষ্ঠানে থাকা নগদ টাকা-১লক্ষ টাকা, প্লাস্টিকের ফার্নিচার, মেলাইমান ভোড, লেদার বোড, মালোশিয়া বোড, আলমারি, কেবিনেট, ওয়ার্ডব, ডেসিনটেবিল,খাট, সোফা, সু-বক্স, রেডিং টেবিল, কিসেন রেকে হামলা ও ভাংচুর এবং লুটপাট চালায়।
এছাড়াও তার কল্যানপুর ইউনিয়নের আনানুল্লাপুর গ্রামের বসতবাড়িত হামলা, ভাংচুর ও লুটতরাজ করেছে একদল দুর্বৃত্ত। এসময় নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা ও ঘরের থাই গ্লাস ধরজা, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়।
ক্ষতিগ্রস্ত কল্যানপুর আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন গাজী অশ্রুসিক্ত কন্ঠে মুঠোফোন এ প্রতিবেদককে জানান, আমি দীর্ঘ ২৭ বছর যাবত ছাত্র রাজনীতি শুরু করে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
দুর্বৃত্তদের হামলায় আমার ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে প্রায় ১৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এই হামলার বিচার চাই। তাই দ্রুত অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় এনে প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার কামনা করছি।