শাহরাস্তি উপজেলা-থানা পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্স ও থানা পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

শুক্রবার (৯ আগষ্ট) রাতে এ পরিদর্শনে আসেন এই কর্মকর্তারা।
জানা যায়, সাম্প্রতিক পরিস্থিতিতে প্রশাসন ও পুলিশের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন কালে থানা পুলিশের কর্মকর্তা এবং ফোর্সদের উদ্দেশ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ চাঁদপুর ক্যাম্পের দ্বায়িত্বে নিয়োজিত টু আইসি মেজর মোয়াজ্জেম হোসেন বক্তব্য রাখেন।

ওই সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাত, কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান সাঈদ জিকো ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর