চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর মডেল থানার সীমিত পরিসরে কার্যক্রম শুরু হচ্ছে । গতকাল ১০ আগষ্ট চাঁদপুর মডেল থানার ক্যাম্পাস ও অফিস পরিস্কার পরিছন্নতার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
গতকাল চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মুহসীন আলম দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছে । তিনি জানান , পুলিশ সুপার সাইফুল আলম স্যারের নির্দেশে আমিসহ সকল পুলিশ অফিসার ও স্টাফরা ইতিপৃর্বে থানায় কাজে যোগদান করেছি । আজ রবিবার পুলিশ হেডকোয়াটার থেকে নির্দেশনা আসবে । সেভাবে আমরা কাজ করবো । আমরা মাঠে জনগনের নিরাপত্তা বিধানে কাজ করবো । সেনাবাহিনীর আমাদের সহযোগিতায় করবে ।নিরাপত্তা বিধানে ক্যাম্পও স্থাপন করা হয়েছে ।
চাঁদপুর মডেল থানার এসআই হুমায়ুন কবির গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বলেন ,আমি প্রথম থেকেই থানায় অবস্থান করছি । এ যাবত চাঁদপুরবাসীর সার্বিক সহযোগিতা পেয়েছি । আমাদের থানার কোন সমস্যা হয়নি । আমরা পুলিশ অফিসারা সত্যতা ও নিষ্ঠার সহিত জনগনের সেবায় নিয়োজিত থাকবো । এরই মধ্যে চাঁদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের থানার নিরাপত্তা বিধানে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ।