হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোটার : বৈষম্যমুক্ত বাংলাদেশে শান্তিতে বাঁচতে চাই দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মন্দির বাড়ি ঘরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক আক্রমনকারীদের দৃষ্টান্তমুলক বিচার ও সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

গতকাল ১০ আগস্ট শনিবার বিকালে চাঁদপুর শহরের শপথ চত্বর মোড়ে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি শিবু চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উত্তম গোষ্মামীর পরিচালনায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন,আমাদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। বিএনপি – জামায়াত আমাদের বাড়ি ঘর ও মন্দির পাহাড়া দিচ্ছে। তারা যেভাবে আমাদের কে ছায়া দিয়ে রেখেছে তেমনি আমাদের সকল হিন্দু সংখ্যালঘুদের এগিয়ে আসতে হবে। আজ ছাত্ররা যেভাবে সড়কে এসে পুলিশের দায়িত্ব পালন করছে তেমনি আমাদেরকে ও আমরাই রক্ষা করতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের হিন্দুদের বাড়ি ঘরে এমনকি ধর্মীয় উপাসনালয়ে হামলা ভাংচুর করতে না পারে সে জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে।

এ সময় বক্তব্য রাখেন হিন্দু মহাজোট নেতা প্রসান্ত সেন, দুলাল গোষ্মামী,গৌতম গোষ্মামী,বলরাম গোষ্মামী,রিপন চন্দ্র সাহা, হরিজনের পক্ষে কৌলাশ দাস, ছাত্র মহাজোটের পক্ষে রুদ্র দে, কৃষ্ণ গোপাল গোষ্মামী, বৈষম্য বিরোধী আন্দোলর ইমতিয়াজ আহমেদসহ হিন্দু মহাজোটের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর