মহসিন হোসাইন : চাঁদপুরে ডাঃ তৌহিদুল ইসলামের ভূল চিকিৎসায় মনোয়ারা(৩৮) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টনসিল অপারেশন করার জন্য চাঁদপুর মেরিন হাসপাতালে ভর্তি করানো হলে, অপারেশনের জন্য রোগী কে অপারেশন কক্ষে নেওয়া হয়। এরপর টনসিল অপারেশন শেষে ডাঃ তৌহিদুল ইসলাম রোগীর অভিভাবকদের জানান, রোগীকে দ্রুত আইসিওতে নিতে হবে নয়তো বাঁচানো যাবে না।
এই কথা বলে তিনি রোগীর অভিবাবকদের বের করে দিয়ে, এম্বুল্যান্স নিয়ে আসেন। এর মধ্যেই রোগীর মৃত্যু হয় অপারেশন থিয়েটারে। পরে তাদেরকে না দেখিয়ে লাশ ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে একটি এম্বুল্যান্সে উঠিয়ে দেওয়া হলে, বাবুর হাটের কাছে গিয়ে রোগীর স্বজনরা দেখেন রোগী মৃত।
পরে তারা পূনরায় মেরিন হাসপাতালে ফিরে আসেন, এবং হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ডাঃ তৌহিদুল ইসলাম সহ হাসপাতালের সকল কর্মকর্তা ও মালিকরা পালিয়ে যায়।
এসময় কিছু বিক্ষুদ্দ লোকজন এসে হাসপাতালের ভিতরে ব্যাপক ভাঙচুর করেন। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪০লাখ টাকার মতো। জানা যায়, ঐ সময় অজ্ঞাত কিছু লোকজন এসে হাসপাতালের ভিতরে ঢুকে রোগী মারা যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাৎক্ষণিক ব্যাপক ভাঙচুর করেন।
এসময় হাসপাতালের অটি মেশিন, এক্সরে, আল্ট্রাসনোগ্রাম ও অন্যান্য মূল্যবান মেশিনারি গুলো ভেঙ্গে তছনছ করে ফেলে অজ্ঞাত লোকজন। ভালো নেই হাসপাতালের একটি কাঁচের টুকরোও। এসময় হাসপাতালের কয়েকজন স্টাফও আহত হন। আহতদের পরবর্তীতে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর রোগীর অভিভাবকরা সেনাবাহিনীকে কল করলে, অতি দ্রুত সেনাবাহিনীর একটি ইউনিট এসে তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করে চাঁদপুর সিভিল সার্জন অফিসারকে এবং জেলা প্রশাসককে অবহিত করেন বিষয়টি।
রোগীর অভিভাবকদের কথা হলো, ডাক্তারের ভুল চিকিৎসার কারণে যেহেতু রোগী মারা গেছে সেহেতু আমরা এখন কি করবো। তারা বিচার চেয়ে সেনাবাহিনীর কমান্ডার মোয়াজ্জেমকে বিষয়টি জানান।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে, দু পক্ষই সমাধানে বসে। পরবর্তীতে রোগীর স্বজনদের দাবি অনুযায়ী তাদেরকে ৭০হাজার টাকা নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এই হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই নিয়ে কারো কাছে কোনো দাবি জানাতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের ৪০লাখ টাকা আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারাটাও ব্যবসায়িকভাবে কোনো অংশে কম নয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।