চাঁদপুরে ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের মাঝে আকতার মাঝির খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার: চলমান অস্থির অবস্থায় দেশজুড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন পেশাজীবীর মানুষ ও প্রতিষ্ঠান আবার এই স্বেচ্ছাসেবীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। এবার চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করা ছাত্রদের দুপুরের খাবার খাওয়ালেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন মাঝি।

শুক্রবার(৯ আগস্ট) দুপুরে দুই থেকে আড়াইশ খাবারের প্যাকেট বাসস্ট্যান্ড এলাকা,ইলিশ চত্বর,রাজু চত্বর,মিশন রোডের মাথা,মাতৃপীঠ স্কুল মোড়,কালীবাড়ি মোড়,শপথ চত্বর ও পালবাজার ব্রিজের গোড়াসহ আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন।

পৌরবাসীর জননন্দিত নেতা আকতার মাঝি জানান,দেশের বর্তমান পরিস্থিতিতে চাঁদপুরেও অনেকটাই স্বাভাবিক হচ্ছে সাধারণ মানুষের চলাচল। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে ‘ট্রাফিক পুলিশের’ ভূমিকা পালন করছেন শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট, বিএনসিসি, স্কাউট সদস্যরা ও স্বেচ্ছাসেবকেরা।

তিনি বলেন, কলেজ জীবনে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেছি।নিজের দায়িত্ববোধ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে তাদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করেছি। এসময় দলীয় নেতাকর্মী অনেকে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ–পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতিতে গেছেন। সড়ক থেকে সরে গেছেন ট্রাফিক পুলিশের সদস্যরাও। এ সময় রাস্তায় গাড়ি চলাচলে বিশৃঙ্খলা রোধ করতে মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের কাজ করতে নেমেছেন চাঁদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা।

স্বেচ্ছাসেবীরা কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণে করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। এতে ট্রাফিক–বিহীন ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। রাস্তায় বড় যানজটও দেখা যাচ্ছে না।

এদিকে গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থীরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছেন। পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা। স্ব-উদ্যোগে নিয়োজিত এ সব স্বেচ্ছাসেবকদের জন্য সাবেক ছাত্রনেতা আকতার হোসেন মাঝি খাবারের ব্যবস্থা করে। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ হতেও তাদের মাঝে পানি ও জুস বিতরণ করতে দেখা যায়।

সম্পর্কিত খবর