স্টাফ রিপোর্টার : চাঁদপুরের কোন থানায় আজো পুলিশ যোগদান করেনি। পুলিশের কর্ম বিরতি চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম। এদিকে শুক্রবার ছুটির দিনেও জেলা শহর ও উপজেলাগুলোতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন।
গত ৫ ডিসেম্বর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়নের পর থেকেই রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এরপর পর্যায়ক্রমে তাদের সাথে যোগ দিয়েছেন রোভার স্কাউটস, বিএনসিসি, যুব রেড ক্রিসেন্ট ও সর্বশেষ আনসার সদস্যরা।
শুক্রবার সরেজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও কাজ করছেন। যাত্রী ওঠানামা ও গণপরিবহনগুলোকে নির্দিষ্ট স্থানে থামার নির্দেশনা দিচ্ছেন। এক কথায় নিয়ম মেনে চলতে গাড়িচালকদের বাধ্য করছেন।
চাঁদপুরে ৮টি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রে এখনো পুলিশ যোগদান করেননি। তারা কর্ম বিরতি পালন করছেন পুলিশ লাইনে অবস্থান নিয়ে।
চাঁদপুর পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম বলেন, পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক হচ্ছে। কর্মবিরতি প্রত্যাহারসহ নানা বিষয়ে ঢাকা রাজার বাগ পুলিশ লাইনে এ নিয়ে উধতন কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে। আশা করছি স্বল্প সময়ের মধ্যেই সমাধান হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে আমরা চাঁদপুরে পুলিশের কার্যক্রম শুরু করতে পারবো।