স্টাফ রিপোর্টার : গত ৫ আগষ্ট সোমবার ছাত্রজনতা অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর একদল দুর্বৃত্তরা চাঁদপুরে সুপরিচি বিনোদন কেন্দ্র ফাইভ স্টার শিশু পার্ক ও কমিউনিটি সেন্টারে হামলা, ভাংচুর ও লুটতরাজ চালায়।
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের শাহতলী ফিডার রোডে ফাইভ স্টার শিশু পার্কে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বত্তরা। গত ৫ আগস্ট সোমবার থেকে ৮ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এ হামলা, ভাংচুর ও লুটতরাজ চালানো সন্ত্রাসী দুর্বৃত্তরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট জেলা কারাগার হতে শাহতলী সড়কস্থ ফাইভ স্টার শিশু পার্কে গত চারদিনে ৬ দফা ভাংচুর তান্ডব চালায় দুষ্কৃতকারীরা। এতে পার্কের টিনের বাউন্ডারি কুপিয়ে ভিতরে থাকা বিভিন্ন ভাষ্কর্য ও ক্যান্টিনের ৩টি ফ্রিজ, ওভেন, কপি মেশিন সহ স্থাপনা ভেঙ্গে তছনছ করে ফেলেন। এতে নগদ ১২ থেকে ১৫ হাজার টাকা সহ আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পার্ক কর্তৃপক্ষ।
পার্কের নৈশপ্রহরী মোঃ মোস্তফা গাজী জানান ৫ আগষ্ট রাত ১০ টার সময় দেশীয় অস্ত্র হাতে ২০ থেকে ৩০ জনের দুর্বৃত্তরা পার্কের তালা ভেঙে পার্কে ঢুকে ভাংচুর তান্ডব চালায়। দূর্বৃত্তদের বাধা প্রদান করলে তারা আমাকে প্রাণনাশের হুমকি ধুমকি দেয় এবং ব্যাপক মারধর করে।
এ বিষয়ে ফাইভ স্টার শিশু পার্কের দ্বায়িত্বশীলরা বলেন, এই পার্কটি দীর্ঘদিনের সু পরিচিত একটি পার্ক। দলমত নির্বিশেষে জনসাধারণের জনপ্রিয় এই পার্কে হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত সকলকে সনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জন্য সরকারী প্রশাসনের কাছে দৃষ্টি কামনা করছি।