মহসিন হোসাইন: চাঁদপুরে বদলে গেছে শহরের যানযটের চিত্র। যানযট নিরসনে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এখন শিশু স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন পথযাত্রীদের ও যান চলাচলের সুবিধার জন্য।
গতকাল (বৃহস্পতিবার) ৮আগস্ট চাঁদপুর শহর ঘুরে সরেজমিনে দেখা গেছে, স্বেচ্ছাসেবক হিসেবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের পাশাপাশি ছোট ছোট শিশু স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন শহরের যানযট নিরসনে।
দেশের প্রতি কতোটা মায়া আর ভালোবাসা থাকলে শিশুরাও রোদ- বৃষ্টি উপেক্ষা করেও দেশ সেবায় এখনি এগিয়ে আসছেন। এদেরকে রুখে দেওয়ার মতো ক্ষমতা যে কারো নেই সেটাই প্রমাণিত বর্তমান ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে।
ট্রাফিক পুলিশ মাঠে না থাকলেও বেশ ভালোই শৃঙ্খলা তৈরি করতে সক্ষম হয়েছে চাঁদপুর শহরের পরিবেশ। ছোট ছোট শিশু স্বেচ্ছাসেবীদের দেখলে আর তাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ যেন এই দেশটাকে আরো সুন্দর ও সমৃদ্ধি করবে ভবিষ্যতে।