সংস্কারসহ ১১দফা দাবি আদায়ে চাঁদপুরে বিক্ষোভ পুলিশ সদস্যদের : কর্ম বিরতিতে অনড়

চাঁদপুর খবর রির্পোট: পুলিশ বাহিনীতে সংস্কারসহ ১১ দফা দাবি আদায়ে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে পুলিশ সদস্যরা।
৮ আগস্ট বিকালে চাঁদপুর পুলিশ লাইন্সে তারা বিক্ষোভ করেন। চাঁদপুর পুলিশ লাইন্সে  বিক্ষোভ মিছিলে অংশ নেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম ,সদর সার্কেল ইয়াসিন আরাফাতসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ।
বিক্ষোভ কর্মসূচিতে তারা কর্ম বিরতিতে অনড় থেকে ১১ দফা দাবি আদায়ের বিভিন্ন স্লোগান দেন। ‘আমাদের দাবি মানতে হবে মানতে হবে, কর্ম বিরতি চলবেই চলবে, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। সময় এখন এসেছে, পুলিশ সব জেগেছে।
চাঁদপুর জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মবিরতিতে অনড় থাকায় তাদেরকে কাজে যোগদান করা সম্ভব হয়নি।

সম্পর্কিত খবর