স্টাফ রিপোর্টার: বর্তমান পরিস্থিতি নিয়ে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের শিক্ষকদের সাথে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮আগস্ট ( বৃহস্পতিবার) দুপুরে কলেজের সভা কক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের কলেজ মুখী করার জন্য জরুরীভাবে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি। সকলকে শৃঙ্খলা মেনে চলতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সতর্কতার সাথে করতে হবে। শিক্ষামন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশনা আসবে সেভাবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে। সংখ্যালঘু পরিবার ও সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নিরাপত্তা বিধানে সবাইকে সজাগ থাকতে হবে। কোন সংখ্যালঘু পরিবারের সম্পদ, বাড়ী ঘর, ব্যবসা প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেই দিকেও নজর রাখতে হবে।
বর্তমান পরিস্থিতিতে ইতিমধ্যে সেনাবাহিনী চাঁদপুরসহ দেশের সকল এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনুরোধ জানিয়েছেন জনগনের প্রতি। আপনারা যে যেভাবে পারেন শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন, কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মো: আবুল কালাম আজাদ, জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, জ্যেষ্ঠ প্রভাষক মো: জিয়াউর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মো: হানিফ মিয়া, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো: জহিরুল ইসলাম খান মুরাদ,
প্রভাষক মো: মানিক মিয়া, কলেজের প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক ফরিদা ইয়াসমিন, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, শরীরচর্চা শিক্ষক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান সহ অন্যান্যরা।
সভায় সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।