মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিএনপি-জামায়াতের মতবিনিময়

গোলাম সারওয়ার সেলিম : মতলব দক্ষিণ উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেছেন বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ। গত ৭ আগস্ট বুধবার সকালে পৃথক পৃথকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় সরকারসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাংগঠনিক সম্পাদক মেহদী হাসান মহসিন, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরান মাহমুদ জিশানসহ পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে পৃথক সভায় বাংলাদেশ জামায়াতের মতলব পৌর শাখার আমীর মোঃ জসিম উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধানীয়া, মতলব পৌর ওলামা মাশায়েখ পরিষষদের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ, ১নং ওয়ার্ড সেক্রেটারী সাইদুর রহমান মিয়াজী, ইসলামী ছাত্রশিবিরের মতলব পৌরসভার সভাপতি আবু ইউসুফ, ৬নং ওয়ার্ড সেক্রেটারী এএম ইদ্রিছ খান, মতলব পৌর ওলামা মাশায়েখ পরিষষদের সদস্য আনাস বিন ইসলামসহ পৌর জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা এ উপজেলার আইন শৃংখলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

সম্পর্কিত খবর