সমির ভট্রাচার্য্য ঃ সারা দেশের ন্যায় মতলব দক্ষিণ উপজেলায় সাম্প্রদায়ীক সম্প্রতি রক্ষায় উপজেলা বিএনপির দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা গত ৭ আগস্ট বেলা ১২টায় মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে অনুষ্ঠিত হয়।
মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগের সভাপতিত্বে ও সদস্য গনেশ ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের সভাপতি মজিবুর রহমান সরকার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সহ সভাপতি প্রফেসার নারায়ন চন্দ্র সাহা, বিজয় কৃষ্ণ সাহা, কৃষ্ণ গোপাল ঘোষ, সাবেক সাধারন সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, কলাদী হরিসভা মন্দির কমিটির সভাপতি পিতোষ সাহা, পৌর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক সমির ভট্রাচার্য্য, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুখ রঞ্জন দাস, মন্দিরের ভক্ত নিমাই চন্দ্র ঘোষ, বাসু দেব সাহা, বলাই সাহা,বলাই সাহা, লিটন সরকার, সুভাষ ঘোষসহ মন্দিরে শত শত ভক্ত বৃন্দ ও বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা কর্মীরা,
এ সময় প্রধান অতিথি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, পূজার স্থান এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। আপনারা সবাই র্নিভয়ে ব্যবসা পরিচালনা করেন, যদি কেউ কোন প্রকার বাধা সৃষ্টি করে তাহলে আমাদেরকে জানাবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি ।