পুরানবাজার ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন লে. মোঃ শোয়ায়েব

স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজে গতকাল সিনিয়র শিক্ষক লে. মোঃ শোয়ায়েবকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হলো ।

ছাত্রদের জোড়ালো আন্দোলনের ফলে শিক্ষকরা ছাত্রদের দাবি মেনে নিয়ে লে. মোঃ শোয়ায়েব কে অধ্যক্ষের চেয়ারে বসান।
পুরানবাজার ডিগ্রি কলেজের নব নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. মোঃ শোয়ায়েব বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের আমাদের এই বাংলাদেশ। আমরা একাত্তরে ভূ-খন্ড স্বাধীন করতে পারলেও নিজেরা স্বাধীন ছিলাম না।

আজ ছাত্ররা একত্রিত হয়ে দেশের ইতিহাস বদলে দিয়েছে। এই আন্দোলনে যে সকল শিক্ষার্থীরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনায় করছি, আহত যারা হয়েছে তাদেরকে যেন আল্লাহপাক দ্রুত সুস্থ করে দেয়।

ছাত্র শিক্ষকরা আমাকে যে দায়িত্ব দিয়েছে জানি না আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পারবো, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।ছাত্রদের এই আন্দোলন সংগ্রাম বৃথা যেতে দিবো না। আমি আজ সকালেও যখন কলেজে আসলাম তখনও ভাবিনি যে এই চেয়ারের দায়িত্ব আমাকে দেওয়া হবে। আমাকে এই ভাবে সম্মানিত করার জন্য আমার প্রিয় শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।

সম্পর্কিত খবর