ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ হান্নানের

প্রেস বিজ্ঞপ্তি : ঐতিহাসিক ছাত্র জনতার বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া,

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষিত নির্দেশনা মেনে সকল রাষ্ট্রীয় ও ব্যাক্তিগত সম্পদের উপর কোন প্রকার হামলা, সহিংসতা এবং ভাংচুর না করে ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণে এক-একজন নেতৃবৃন্দ পাহারাদার হিসেবে মানবিকতার সর্বোচ্ছ দৃষ্টান্ত স্থাপন করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী কাজ করার আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার ( ৬ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল সহ সকল প্রকার অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীকে এমন আহ্বান জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম. এ হান্নান।

বিবৃতিতে তিনি আরো জানান, সংঘাত নয় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি সমৃদ্ধিময় ফরিদগঞ্জ নির্মানে আমাদের দলীয় প্রদক্ষেপের অংশ । এই নির্দেশনার বাহিরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সহ সকল অংঙ্গসহযোগী সংগঠনের কোন নেতৃবৃন্দ যদি সংঘাত, হামলা, লুটতরাজ করে তবে তার দায় নিবে না এবং উপজেলা বিএনপি দলীয় কোন নেতাকর্মী এ ধরণের সহিংসতায় যুক্ত থাকার বিষয়ে প্রমান পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক এবং পরবর্তীতে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর