চাঁদপুরে রাস্তায় পড়ে থাকা ইট-পাটকেল ও আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা

মহসিন হোসাইন : চাঁদপুরে অসহযোগ আন্দোলনকারী সাধারণ জনতার ভাঙচুরের ধ্বংসাবশেষ রাস্তায় পড়ে থাকা ইট-পাটকেল ও আবর্জনা পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবক কারী ছাত্র-ছাত্রীরা।

গতকাল ৬আগস্ট চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে পৌরসভা, কালীবাড়ি, মিশন রোড়, নতুন বাজার, কলেজ গেট ,বাস স্ট্যান্ড ও ডিসি অফিসের সামনে, সদর উপজেলা ইউএনও অফিস সহ সাধারণ পথচারীদের চলাচলের উপযোগী করে এভাবেই রাস্তা পরিস্কার করতে দেখা গেছে স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রীরা।

এসময় তাদের মধ্যে দু’একজনের বক্তব্য নিলে তারা জানান, তারা শুধু স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী হিসেবে এগুলো পরিস্কার করতে নেমেছেন। কারণ ব্যাখ্যা করে তারা বলেন, মানুষের চলাচলে সুবিধার জন্য কাজ করছি।

রাস্তায় পড়ে থাকা অসংখ্য ইট-পাটকেলসহ কাঁচের গ্লাস, টায়ার পুড়ানো ছাই, কয়লা, কাঠের টুকরোসহ বিভিন্ন ধ্বংসাবশেষ পড়ে আছে। এগুলো রাস্তায় থাকলে সাধারণ পথযাত্রীদের এবং যান চলাচলে ব্যাহত হবে বলে আমরা মনে করি।

তাই আমরা চাই রাস্তাঘাট পরিস্কার থাকুক পূনরায় সুন্দর একটি পরিবেশ তৈরি হোক নতুন করে। এটাই আমরা চাই। এছাড়াও তারা বলেন, আমরা সুন্দর একটি বাংলাদেশ চাই। যেখানে শুধু রাস্তাঘাটের ময়লা না কোনো অফিস আদালতেও আর কোনো দূর্নীতির ময়লা দেখতে চাইনা।

নতুন করে আবার এই দেশটাকে সাজতে চাই। সকলে মিলে একসাথে কাজ করবো, একসাথে থাকতে চাই। এসময় তারা তাদের স্বেচ্ছাসেবক কাজগুলো করে আনন্দ‌ও পেয়ে থাকেন বলে জানান।

সম্পর্কিত খবর