পূর্ব হামানকর্দ্দিতে স্বাস্থ্য পরিদর্শক ( অব:) এমদাদুল হক খানের দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হামানকর্দ্দি গ্রামের হাজী হাবিবুল্লাহ খান বাড়ি নির্বাসী শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরীফ খানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো: এমদাদুল হক খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ আগস্ট (মঙ্গলবার) সকাল ৯টায় হামানকর্দ্দিস্থ নিজ বাড়িতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

আরো বক্তব্য রাখেন মরহুমের একমাত্র ছেলে শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরীফ খান।

এসময় জানাযার নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, ৬নং মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সালেহ মো: অলি পাটওয়ারী, শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির দাতা সদস্য হাফেজ জাকির হোসাইন তপাদার, সহকারি অধাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, সিনিয়র শিক্ষক হাফেজ জহির, প্রভাষক মাওলানা নাজির, সিনিয়র শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী,

৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান আব্দুস সাত্তার মাষ্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মৎস্য সম্পাদক ও ৪নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপি নেতা মো: খায়রুল বাসার, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, বিএনপি নেতা মো: রতন সরকার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, শাহতলী বাজারের ব্যবসায়ী আমির গাজী,

স্থানীয় মো: নুরুল হক মুন্সি, স্থানীয় আছাতুল্লাহ মুন্সি, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন দুলাল, স্থানীয় মো: রেজাউল করিম খান, মো: ফজলুল করিম খান, সমাজসেবক মো: ফখরুল ইসলাম খান, মো: মাহবুবুল আলম খান বদু, আইনজীবি সহকারি মো: লোকমান খান, স্থানীয় মো: বাবুল কারী, মো: হেলাল সরকার, সেনা সদস্য মো: হেলাল ভুইয়া, আসাতুল্লাহ মুন্সি, হালিম হুজুর, মরহুমের ভাতিজা জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো: রবিউল খান, স্থানীয় মো: মালেক খান, চাঁদপুর হর্কাস মার্কেটের ব্যবসায়ী মো: আব্দুল সাত্তার খান, মো: মুরাদ খান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: নুরুল ইসলাম গাজী, স্থানীয় মো: রফিক কারী, বিএনপি নেতা মো: হোসেন সরকার, স্থানীয় মো: মুরাদ খান, স্থানীয় মো: শোয়েব খান সহ শতশত মুসল্লীগণ।

দাফন শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

গত ৫ আগস্ট (সোমবার) রাত ৮টায় হামানকর্দ্দিস্থ নিজ বাড়িতে তিনি লিভার কান্সারে (লিভার সিরোসিস) আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ১ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর