চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার পরে শহরের ইলিশ চত্বরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা সমন্বয়কদের পক্ষে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাদিম পাটওয়ারী।

তিনি বলেন, আমাদের দাবী আমাদের পক্ষে এসেছে। আজকে দীর্ঘ ১মাস আন্দোলন করার পর আমরা বিজয় লাভ করেছি। আমাদের দাবীর সাথে অসংখ্য ভাইয়ের রক্ত মিশে আছে। এরই প্রেক্ষিতে আমরা যে বিজয় লাভ করেছে এটি আমাদের একার নয়, এই বিজয় দেশবাসীর।
তিনি বলেন, যে আবু সাইদ ভাই প্রথম শহীদ হয়েছেন, তার ধারাবাহিকতায় আজকে আমাদের বিজয়।

নাদিম বলেন, আমরা যে বিজয় অর্জন করেছি তার বিষয়ে চাঁদপুরবাসীকে বলবো, কেউ যেন কোন ধরণের ধ্বংসাত্মক কাজে লীপ্ত না হয়। এ ধরণের কাজ করলে আমাদের ভাইদেরও জীবন যাচ্ছে এবং জানমালের ক্ষতি হচ্ছে। যারা এখন আছে তারা সকলেই আমাদের ভাই-বোন এবং প্রতিবেশী। তাদের জানমালও রক্ষা করা আমাদের দায়িত্ব। যেহেতু তারা এখন পরাজিত সৈনিক, তারা আমাদের কাছে আত্ম সমর্পণ করেছে। তাদেরকে নিরাপত্তা না দিলে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো না। আমাদের সকল সমন্বয়কদের পক্ষে বলবো চাঁদপুরবাসী শান্ত হন। আর যাতে কোন ধরণের জালাও পোড়াও না হয়। আমরা কোন ধরণের জালাও পোড়াও ধ্বংসাত্মক কাজে জড়িত ছিলাম না।

তিনি বলেন, চাঁদপুরবাসীর প্রতি আরো আহবান কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে আমরা মনোযোগী হবে।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সিয়াম পাটওয়ারী, আনাস ইবনে আলমগীর, মো. যোবায়ের ইসলাম আসিফ, মো. মানজুরুল এহসান পারভেজ, ফয়সাল খান, সাগর হোসেন, ইফরান কাদের রুহিন, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান, জাহিদ হাসান, ইসরাত জাহান, ফারিয়া নিশাত, সামিয়া আফরোজ, সামিয়া সানজু। এরা চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কাওমী মাদ্রাসার শিক্ষার্থী।

সম্পর্কিত খবর