চাঁদপুরে জেলা কারাগারে ভাংচুর : রাজনৈতিক বন্ধীদের মুক্তি দিবে আজ

স্টাফ রিপোর্টার : গতকাল চাঁদপুর জেলা কারাগারের সামনে কিছু অংশ ভাংচুর করেছে বিক্ষুদ্দ জনতা । কবে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি । তবে জেলা কারাগারের রাজনৈতিক বন্ধীর তালিকা নিয়েছে কারাগার কর্তৃপক্ষ ও চাঁদপুর সেনা কমকতা ।

যাছাই-বাছাই শেষে আজ ৬ আগষ্ট রাজনৈতিক বন্ধীদের মুক্তি দেওয়া হবে বলে কারা সূত্র দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেছে । গতকাল দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলার ওয়াহিদ ।

সম্পর্কিত খবর