স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান সেলিম খান এবং তার বড় ছেলে নায়ক শান্ত খান জনতার হাতে নিহত হয়েছেন। ৫ আগস্ট সোমবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার লেবুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর ইউনিয়নের আলোচিত চেয়ারম্যান সেলিম খান এবং তার বড় ছেলে নায়ক শান্ত খান বিকেলে মোটর সাইকেল যোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে মোটরসাইকেল যোগে সদর উপজেলার বাগাদি ইউনিয়নে পৌঁছালে জনতা রোশনালে পড়েন। এ সময় তিনি আত্মরক্ষায় কয়েক রাউন্ড গুলি ছুড়েন বলে জানা যায়।
এক পর্যায়ে জনতার গণধোলাইয়ে চেয়ারম্যান সেলিম খান এবং তার বড় ছেলে শান্ত খান নিহত হন। রাত দশটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে শোনা যায়।