চাঁদপুরে গুলিতে যুবক, গণপিটুনিতে পুলিশ, সেলিম সেলিমসহ ৩জন নিহত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ থানার সামনে পুলিশের গুলিতে এক যুবক প্রাণ হারিয়ে। অন্যদিকে কচুয়া উপজেলায় গণপিটুনিতে থানার সেকেন্ড অফিসার মামুন এবং চাঁদপুর সদরে বহুল আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান মারা গেছেন।

গতকাল (৫আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ফরিদগঞ্জে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে থানার সামনে পুলিশের সাথে হট্টগোল বেজে যায় । এ সময় পুলিশের গুলিতে শাহাদাত হোসেন (২০)নামে এক যুবক মারা যায়। নিহত যুবকের বাড়ি পার্শ্ববর্তী রায়পুর উপজেলায়।

কচুয়া উপজেলায় বিকেল সাড়ে ৪টায় বিক্ষোভকারীরা থানায় ইট পাটকেল ছুড়লে বহুল আলোচিত ডিবি মামুন নামে খ্যাত ওই থানার বর্তমান সেকেন্ড অফিসার তাদের উপর হামলা করে। এ সময় গণপিটুনিতে ডিবি মামুন মারা যায়।

বালু সেলিম চেয়ারম্যান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খান গণপিটুনিতে মারা গেছেন । সন্ধ্যার সময় তাদের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চাঁদপুর সদর উপজেলার বাগাদী এলাকায় তারা গণপিটুনির শিকার হন। বিক্ষুদ্ধরা তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
বিক্ষুব্ধ জনতা সমাজ কল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুরের বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। শহরের নতুন বাজার এলাকায় পৌর মার্কেটে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট নিয়ে তিনি চাঁদপুরে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতেন।
গত দেড় দশক তার স্বৈরতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কোনঠাসা হয়ে পড়েন। সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগকে নিয়ে তিনি জেলাবাসীকে শাসন করতেন।

এ ছাড়া চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এর বাসভবনে হামলা ও ভাংচুর করা হয় ।

এদিকে সকাল থেকেই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ছিল আন্দোলনকারীদের দখলে। বিক্ষুব্ধরা বাবুরহাট এলাকায় জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এগিয়ে গেল আন্দোলনকারীদের তোপের মুখে পিছু হটেন।

সম্পর্কিত খবর