মাসুদ হোসেন : বর্তমান সরকার প্রধানের পদ ত্যাগ ও সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করায় আনন্দ ও বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
সোমবার (৫ আগস্ট) দুপুরের পর থেকেই চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট থেকে দেবপুর পর্যন্ত শাহমাহমুদপুর ইউনিয়ন সহ আশপাশের ইউনিয়নের হাজার হাজার বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ ও জনসাধারণ আনন্দ ও বিক্ষোভ মিছিল করে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবী করেন। পরে হাজার হাজার লোকজন মহাসড়কে রাত পর্যন্ত অবস্থান নিয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ উল্লাস করেন।