চাঁদপুরে দীপু মনির বাসভবনে হামলা: গাড়ি ভাঙচুর
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এমপির বাসভবনে দুদফা হামলা চালিয়েছে ।
অভিযোগ উঠেছে এ হামলা ও ভাংচুর চালিয়েছে আন্দোলনকারী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (৪ আগস্ট) দুপুরে ও সন্ধ্যায় দুদফা চাঁদপুর শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত দীপু মনির বাসভবনে এই হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা বাসভবনের তৃতীয় তলায় ব্যাপক ভাংচুর এবং নিচে থাকা কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও ভবনের পাইপ ভাঙচুর করে।
এদিকে হামলাকারীরা ওই ভবনে অবস্থিত স্থানীয় দৈনিক চাঁদপুর বার্তার কার্যালয়ে হামলা চালিয়ে অফিসের জানালার কাচ ভাঙচুর করে।