পূর্ব শাহতলী কোরআন হাফিজীয়া মাদরাসা সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ

দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় গত ৩আগস্ট (শনিবার) পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতন, অভিযোগের তীর মাওলানা শাহাদাৎ হোসাইন ও হাফেজ রাকিবের দিকে এবং ৪ আগস্ট (রবিবার) অভিযুক্ত শিক্ষক মাওলানা শাহাদাত হোসাইন ও হাফেজ রাকিবকে বরখাস্তের দাবী” শিরোনামে প্রকাশিত সংবাদের গতকাল পত্রিকা অফিসে এসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: হানিফ চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক প্রবাসী মো: মিলন গাজী।

লিখিত এক প্রতিবাদ লিপিতে মাদরাসা ও এতিমখানার সভাপতি মো: হানিফ চৌধূরী ও সাংগঠনিক সম্পাদক প্রবাসী মো: মিলন গাজী বলেন, আমরা এলাকাবাসী নিজেদের সহযোগিতায় মাদ্রাসা ও এতিমখানাটি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি । উক্ত দ্বীনি প্রতিষ্ঠানটির এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে । প্রতিবছর উক্ত মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ বের হয় ।

উক্ত মাদ্রাসাটি উপদেষ্টা ঢাকাস্থ ডিবির কমকতা শাহতলীর কৃতিসন্তান সাইফুল কবির চৌধুরীর নেতৃত্বে সুষ্ঠুভাবে মাদ্রাসা ও এতিমখানাটি পরিচালিত হচ্ছে এবং একটি শক্তিশালী পরিচালনা কমিটি রয়েছে । রয়েছে উপদেষ্টা কমিটি। এখানে কোন শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ পেলে মিটিং করে বিধি মোতাবেক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং আগামীতে নিবো ।

প্রতিবাদে তারা আরো বলেন- উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ছাত্রদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা মাদরাসাটি সিসি ক্যামেরার আওতায় আনবো। আমরা ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করব। মনিটরিং জোরদার করবো । যাতে আগামীতে ছাত্রদের উপর মানষিক ও শারিরীক নিয়াতন না হয় । প্রতিমাসে একবার করে মিটিং করা হবে। প্রকাশিত সংবাদটি পুরোপুরি সঠিক নয় । তাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি ।
নিবেদক.
মো: হানিফ চৌধূরী
সভাপতি ও
মিলন গাজী
সাংগঠনিক সম্পাদক
পূর্ব শাহতলী হিফজুল কোরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা
শাহতলী ,চাঁদপুর সদর ।

সম্পর্কিত খবর