চাঁদপুরে সড়ক ভবন, আলীগ, বিএনপি কার্যালয় ও ভূমি অফিসে আগুন : দীপু মনির বাসায় হামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের রাস্তাঘাটে আগুন জ্বলছে।গতকাল বিক্ষোপকারীদের দখলেই রাজপথ। ছাত্রলীগ-যুবলীগের বেধড়ক মারধরের শিকার হয়ে আন্দোলনকারীরা বিক্ষোভের ফেটে পড়েন। বিকেলে শহরের বাসট্যান্ড এলাকায় সড়ক ভবনের রেস্ট হাউস ও নিচতলায় থাকা ৫/৬টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে জেলা আওয়ামী লীগ কার্যালয় , তৎসংলগ্ন ভূমি অফিস,এসিল্যান্ড অফিস ,কালীবাড়ী এলাকায় পুলিশ বকসে আগুন ধরিয়ে। শহরের বিভিন্ন সড়কে ডালপালা ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিসের প্রধান ফটক বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রাখায় আগুন নিয়ন্ত্রণে তারা বের হতে পারেননি।

দুপুরে এবং সন্ধ্যায় দুদফা শহরের নতুন বাজার এলাকায় পৌর মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সমাজকল্যানমন্ত্রী ডা: দীপু মনি এমপির বাসায় হামলা চালায়। হামলায় পতাকা স্ট্যান্ডসহ কিছু ফার্নিচার ক্ষতিগ্রস্ত হয়।

সন্ধ্যার সময় আবারো ছাত্রলীগ-যুবলীগ একত্রিত হয়ে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আগুন ধরিয়ে। একই সময়ে শহরের নতুন বাজার এলাকায় বিক্ষোভকারীদের ধাওয়া করে।

সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় চাঁদপুর রণক্ষেত্রে পরিণত হয়। দফায় দফায় হামলায় শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীসহ উভয়পক্ষের অর্ধশত লোক গুরুতর আহত হয়। আহতদের পাঁচজনকে ঢাকা এবং অন্যদের শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগের হামলার খবর পেয়ে মেয়েকে উদ্ধার করতে গিয়ে গুরুতর জখম হয়েছেন এক পিতা। শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা ছাত্রীর পিতা স্বপন কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

জেলার হাজীগঞ্জ উপজেলায়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলা করলে রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা পৌরসভা কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলা করে অফিস ভাঙচুর করে। এ সময়ে অন্তত ২০ জন আহত হয় ।

সম্পর্কিত খবর