সমির ভট্রাচার্য্য : আন্দোলনকারীদের ডাকা এক দফা দাবীর প্রতিবাদে মতলব দক্ষিনে আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ আগস্ট রবিবার সকালে মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংঙ্গ সংগঠনের আয়োজনে ছাত্র আন্দোলনের নামে জামাত বিএনপির নৈরাজে্যর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায়,দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় । এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক হুসাইন মোহাম্মাদ কচির সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পদক ফারুক পাটোওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক দেওয়ান শওকত আলী বাদল , উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আখিঁ , পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারন সম্পাদক রোকনুজ্জাৃান রোকন উপজেলা ছাত্রলীগের সভাপতি আশরাফ,আলী পাটোওয়ারী অনিক প্রমুখ ।
বক্তারা বলেন অবিলম্বে ছাত্র আন্দোলনের নামে জামাত বিএনপির নৈরাজ্যে বন্ধ না করলে মজিব সৈনিকেরা তার দাত ভাংগা জবাব দেবে । সকল নেতা কর্মীদেরকে সজাগ থাকতে আহবান জানান তারা । এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।