চাঁদপুর রোটারী ক্লাবের উদ্যোগে সাইয়েদুল ইসলাম বাবুকে স্মরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুকে স্মরণ করেছে চাঁদপুর রোটারী ক্লাব। ২ আগস্ট শুক্রবার বিকেলে কোরআন খতম, মিলাদ ও শোক সভার মাধ্যমে চাঁদপুর রোটারী ক্লাবের ডাঃ নূরুর রহমান কনফারেন্স হলে এই স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোরআন খতম ও মিলাদে মোনাজাত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মোশাররফ হোসেন। এরপর ক্লাবের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সভাপতি অ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান মাহাবুবুর রহমান সুমনের সঞ্চালনায় শোক সভায় শোক শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন ক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান উজ্জ্বল হোসাইন।

শোকসভায় বক্তব্য রাখেন সিনিয়র রোটারিয়ান ও চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, সাবেক সভাপতি রোটাঃ কাজী শাহাদাত, সাবেক রোটারিয়ান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ জসিম উদ্দীন পাটোয়ারী, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান শাহেদুল হক মোর্শেদ, রোটাঃ অধ্যাপক জাকির হোসেন, ডাঃ এমজি ফারুক ভূঁইয়া, ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ খোরশেদ আলম পাটোয়ারী, সভাপতি ইলেক্ট রোটাঃ মোঃ মোস্তফা, সহ-সভাপতি অ্যাডঃ পলাশ মজুমদার,

রোটাঃ উজ্জ্বল হোসাইন, জয়েন্ট সেক্রেটারি শাহীন আক্তার, ডিরেক্টর রোটাঃ অ্যাডঃ শাহাদাত হোসেন, চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য রোটাঃ অ্যাডঃ ভাস্কর দাস, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সভাপতি রোটাঃ ডাঃ ইফতেখার হোসেন, রোটাঃ আব্দুল আউয়াল রুবেল, মরহুমের বড়ভাই সাইফুল ইসলাম সেন্টু, চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের সভাপতি নাছরিন আক্তার, সাবেক সভাপতি মাহমুদা খাতুন, রূপসী রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি ইমরুল কায়েস, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হক নাহিন ও ইন্টার‌্যাক্ট ক্লাবের সভাপতি সাহিরা নাছির।

সভায় বক্তারা বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন এবং শোক সভায় স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। রোটারিয়ান সাইয়েদুল ইসলাম বাবুর কর্মময় জীবনের উপর বক্তব্যে বক্তারা বলেন, তিনি পিতার আদর্শে উজ্জীবিত হয়ে এই ক্লাবে যোগ দেন, ৪৮তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যেখানে যেতেন সকলকে আনন্দে মাতিয়ে রাখতেন।

তিনি চাঁদপুরবাসীর প্রিয় মানুষ ছিলেন। চাঁদপুরবাসী একজন ভালো আইনজীবী ও ভালো সংগঠককে হারালো, যে শূন্যতা কখনো পূরণ হবে না। তাঁর সাথে সকলের ভালো সম্পর্ক ছিলো। রোটারি অঙ্গনের একজন বলিষ্ঠ সংগঠককে হারিয়ে সকলে শোকাহত হন। সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

শোক সভা চাঁদপুর রোটারী ক্লাব, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর রূপসী রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর ইন্টার‌্যাক্ট ক্লাবের সদস্যসহ চাঁদপুরের সুধীজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর