মো. হোসেন বেপারী : শান্তিপূর্ণ গণমিছিলে হামলা, ছাত্র হত্যা ও নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছেন চাঁদপুরের হাজীগঞ্জের শিক্ষার্থীরা। এ সময় সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে শোনা গেছে আন্দোলনরত শিক্ষার্থীদের।
শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বৃষ্টি উপেক্ষা করে হাজীগঞ্জ বিশ্বরোড এলাকা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিল নিয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের কাছে গিয়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’, ‘নয় ছয় বুঝি না, কবে যাবি হাসিনা’, ‘আবু সাঈদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ।
পরে দুপুর সাড়ে ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ও পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন।
তখন আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের উপর তাদের নিরাপত্তার ভার তুলে দিয়ে বলেন ১ ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান শেষে তারা কর্মসূচি শেষ করবেন।
পরে প্রশাসনের কাছ থেকে ১ ঘন্টা নেওয়া সময় পর দুপুর দেড়টায় আন্দোলন শেষে ফিরে যান শিক্ষার্থীরা।