শামীম আহম্মেদ জয় : মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বিকালে উপজেলার মোহনপুর আলী ভিলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির কাছে এক বেদনা-বিধুর মাস। এ মাসে জাতির পিতাকে হারিয়েছি, হারিয়েছি এদেশের স্বাধীনতাকামী মানুষের স্বপ্নদ্রষ্টাকে। এ মাসে বঙ্গমাতা শেখ ফজিলাততুননেছা মুজিবকেও হারিয়েছি। একই সঙ্গে আরও হারিয়েছি বঙ্গবন্ধুর তিন পুত্র, দুই পুত্রবধূ এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ স্বজনদেরও। তাই আগস্টের শোককে শক্তিতে রূপান্তর করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।
তিনি বলেন, জাতির পিতার আদর্শে সোনার বাংলা গড়ে তুলতে পারলে সেটিই হবে বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার আহবান জানান তিনি।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মাস্টারের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল প্রধান, জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সুবর্ণা চৌধুরী বীণা, বাংলাদেশ আ’লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিক, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ আরিফ উল্যাহ সরকার, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন,
ভাইস চেয়াম্যান রিয়াজুল হাসান রিয়াজ, শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, আসমা আক্তার আঁখি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহিদ উল্ল্যাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, ইউপি চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, ইঞ্জি. রেজাউল করিম, আবু বকর সিদ্দিক, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের অর্ন্তগত ইউনিয়ন আ’লীগের সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয়, উপজেরা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।
সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। ওইদিনের কার্যক্রম নিয়ে উপস্থিত সবাই উন্মুক্ত মতামত ব্যক্ত করেন।