চাঁদপুরে বৃষ্টিতে ভিজে মিছিলের চেষ্টা : পুলিশি তৎপরতায় পন্ড

স্টাফ রিপোর্টার : রাজধানীর সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ফের সড়কে নেমে বিক্ষোভ করার চেষ্টা করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুরে জুম্মার নামাজ শেষে চাঁদপুর শপথ চত্বরে মিছিল করার চেষ্টা করলে পুলিশি তৎপরতায় তা পন্ড হয়ে যায়।
এ সময় নামাজ শেষে অন্দোলনরত শিক্ষার্থীরা মার মুখি ভূমিকা পালন করলে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা তাদেরকে ধাওয়া করে। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

তবে চাঁদপুরে অন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভের চেষ্টা করে । রেল স্টেশনে দুপুরে সাগরিকা ট্রেন আসার পর নাশকতাকারীরা তৎপর ছিল। এ সময় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, কাউন্সিলর হেলাল সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা অবস্থান নেয়। এছাড়া চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাতের নেতৃত্বে পুলিশ প্রশাসন রেলস্টেশনে এসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত রাখে। অবশেষে যাত্রী নিয়ে সাগরিকা ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে চাঁদপুরে নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ,সদর সার্কেল ইয়াসিন আরাফাত সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক টহল দেয়।

নাশকতাকারীরা চাঁদপুর শান্ত শহর অশান্ত করার জন্য তৎপর ছিল। কিন্তু পুলিশি তৎপরতায় তাদের কার্যক্রম ব্যাহত হয়।

তবে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় তারা মিছিল নিযে নামতে পারেনি।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, আজ সারা দেশের মসজিদে জুমার নামাজ শেষে দোয়া-কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনা ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর