জামিন পেলেন ৪৩ এইচএসসি পরীক্ষার্থী

ঢাকা অফিস : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতার ঘটনায় বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪৩ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগরের ৩৭ এবং ঢাকা জেলার ৬ জন শিক্ষার্থী রয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম ও ঢাকার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ, সামিউল আলম, শাখাওয়াত হোসেন, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা,

মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, আলিফ হাসান, হেলাল, নাসির হোসেন, সাব্বির হোসেন, ফারদিন ইসলাম, ছোয়াদ উর রহমান, রুহুল আমিন, সামির হোসেন, রনি শেখ ও রাশিদুল ইসলাম তুহা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, জামিন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩৫ জনের পিটিশন মন্ত্রণালয় দায়ের করেছে। যাবতীয় খরচও মন্ত্রণালয় বহন করেছে। এ ছাড়া যে ৬ জন রিট পিটিশন দায়ের করেছে, তাদেরও আইনি সহায়তা দিয়েছে মন্ত্রণালয়।

সম্পর্কিত খবর