
চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই হুমায়ুন কবিরকে পঞ্চগড় বদলি করা হয়েছে। গতকাল ১আগষ্ট বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন চাঁদপুর মডেল থানা পুলিশ ।
জানা গেছে, গেল কয়েক মাস পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বদলি হয়ে চাঁদপুর মডেল থানায় যোগদেন।
খুব অল্প সময়ের মধ্যে অজ্ঞাত কারণে সেকেন্ড অফিসার হুমায়ুন কবিরকে বদলি হওয়ায় পুলিশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কিছুদিন পূর্বে দায়িত্ব পালন করার সময় সেকেন্ড অফিসার হুমায়ুন কবির তার হাত ভেঙ্গে যায়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে আবারো কর্মস্থলে যোগ দেন। কিন্তু অদৃশ্য কারণে তার বদলি হওয়ায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।