
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজী বাড়ি নির্বাসী হোসেন গাজী (৪৬) তার মেয়ে অপহরণ করায় চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছন।
অভিযোগটি তদন্তের দায়িত্ব দিয়েছেন চাঁদপুর সদর মডেল এসআই আব্দুল কুদ্দুস ।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল এসআই আব্দুল কুদ্দুস গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান, ঘটনা তদন্ত চলছে । অভিযুক্ত নিরব ও অপহত হোসনে আরা আক্তার পিংকিকে উদ্ধারে জোর প্রচেষ্টা চলছে ।যে কোন মুহুর্তে অভিযুক্ত নিরবকে গ্রেফতার করা হবে ।
৩০জুলাই (মঙ্গলবার) হোসনে আরা আক্তার পিংকিকে অপহরন করায় তার পিতা হোসেন গাজী বাদী এ অভিযোগ দায়ের করেন।
এতে বিবাদী করা হয় নিরব (১৮), পিতা- অজ্ঞাত, সাং- বঙ্গবন্ধু রোড, মা ও শিশু হাসপাতালের সম্মুখে, থানা ও জেলা- চাঁদপুর।
জানা যায় চাঁদপুর সদর মডেল থানাধীন ব্যাংক কলোনী সাকিনস্থ বাদীর ভাড়া বাসা থেকে ২৭জুলাই ২০২৪ইং রাত ১১টায় এ ঘটনা ঘটে।
অভিযোগ থেকে জানা যায়, বিবাদী উশৃঙ্খল, বদমেজাজী, ইভটিজিংকারী, মাস্তান এবং এলাকার খারাপ প্রকৃতির লোক হয়। বিবাদী প্রায় সময় আমার মেয়েকে চলাফেরার পথে বিভিন্ন কু-প্রস্তাব সহ উত্যক্ত করে। আমার মেয়ে বিবাদীর প্রস্তাবে রাজি না হলে ও বিবাদী নিষেধ করিলে বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ভয় ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে।
ঘটনার দিন আমার মেয়ে আমার বাড়ীতে বেড়ানোর উদ্দেশ্যে তাহার শ্বশুর বাড়ী হতে গাড়ীতে উঠলে পথিমধ্যে বিবাদী আমার মেয়েকে জিম্মি করে নিয়া যায়।