চাঁদপুরে ৯ দফা দাবিতে কোটা আন্দোলন কারীদের বিক্ষোভ

ইব্রাহিম খান : নতুন করে ৯ দফা দাবিতে চাঁদপুরে বিক্ষোভ করেছে কোটা আন্দোলন কারীরা। ৩১ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় তারা ৯ দফার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পরে এক পর্যায়ে শিক্ষার্থীরা সেখান থেকে মিছিল বের করতে চাইলে পুলিশি বাঁধায় সেখানেই বিক্ষোভ করতে থাকে। এসময় তীব্র বৃষ্টি উপেক্ষা করে প্রায় ২ ঘন্টার বেশি সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করে। শিক্ষার্থীরা এসময় কপালে লাল ফিতা বেধে বৃষ্টির মধ্যেই স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীরা এদিন আন্দোলনের স্বপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। যেমন- বুক পেতেছি গুলি কর এই বুকেতে অনেক জড়।আমার ভাই কবরে খুনি কেন বাহিরে।জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে।

পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

তবে শিক্ষার্থীদের এই আন্দোলন শান্তি পূর্ণ ভাবে শেষ করতে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত সতর্ক অবস্থানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,সদর সার্কেল ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি মহসিন আলম ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা।

সম্পর্কিত খবর