সাইদ হোসেন অপু চৌধুরী : সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, কারেন্ট জালসহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল উৎপাদন বন্ধ করতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার (৩১ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ কর্মসূচির উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, “দেশের মৎস্য সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। অথচ অবৈধভাবে জাটকা আহরণের নেপথ্যে কিছু মানুষ কাজ করে থাকে। জাটকা ধরার সাথে জড়িতরা যতই প্রভাবশালী হোক না কেন জাটকা ধরলে কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, যারা কারেন্ট জালসহ অবৈধ জাল ব্যবহার করে জাটকাসহ রেনুপোনা ধরে তারা সমাজ ও দেশের শত্রু। দেশের মৎস্য সম্পদের যারা শত্রু তাদের ব্যাপারে কোন তদবীর শোনা হবে না এবং এ ব্যাপারে কঠোরতা অবলম্বন করা হবে।
মন্ত্রী বলেন, জাটকা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য বিগত বছরের ন্যায় এ বছরও মৎস্য অধিদপ্তর ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত ” উদ্যাপনের লক্ষ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। জাটকা সংরক্ষণ সপ্তাহের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ ভরবো মাছ মোদের দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ।
ডাঃ দীপু মনি বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা রক্ষার গুরুত্ব সম্পর্কে সর্বসাধারণকে বিশেষ করে জেলে, মৎস্যজীবী সম্প্রদায় ও ইলিশের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, আড়তদারসহ সংশ্লিষ্ট সকলকে সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।
চাঁদপুর জেলার জেলা প্রশাসক কামরুল হাসান এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের গোপনীয় সহকারি (সিএ) মোঃ মামুনুর রশিদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. হুমায়ুন কবির সুমন, উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, জেলা মৎস্য কর্মকতা মোঃ গোলাম মেহেদী হাসান প্রমূখ।