চাঁদপুরের প্রবীন আইনজীবি অ্যাড: কাজী হাবিবুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের প্রবীন আইনজীবি জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড: আলহাজ্ব কাজী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। তিনি মঙ্গলবার ( ৩০ জুলাই ) সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড: এ .এন.এম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড : বদরুল আলম চৌধুরী চৌধুরী এ প্রতিবেদককে জানান জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীর জানাজা আজ সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সাথে জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে মরহুমের স্মরণে।

আলহাজ্ব কাজী হাবিবুর রহমানের মৃত্যুর খবর আদালত চত্বর এলাকায় আসলে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

সম্পর্কিত খবর