
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের প্রবীন আইনজীবি জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাড: আলহাজ্ব কাজী হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )। তিনি মঙ্গলবার ( ৩০ জুলাই ) সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড: এ .এন.এম মাঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাড : বদরুল আলম চৌধুরী চৌধুরী এ প্রতিবেদককে জানান জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীর জানাজা আজ সকাল সাড়ে ১০ টায় চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। একই সাথে জেলা জজ আদালতে ফুলকোট রেভারেন্স ও জেলা আইনজীবী সমিতিতে শোকসভার আয়োজন করা হয়েছে মরহুমের স্মরণে।
আলহাজ্ব কাজী হাবিবুর রহমানের মৃত্যুর খবর আদালত চত্বর এলাকায় আসলে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।