
চাঁদপুর খবর রির্পোট : গত ২৯জুলাই চাঁদপুর সদর উপজেলার মৈশাদীস্থ তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম শিরোনামে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার নিউজ প্রকাশের পর উক্ত সড়কের উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছেন চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নিন্মমানের কাজের কারণে সড়কের কাজটি বন্ধ করায় এলাকাবাসী এলজিইডিকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছে ।
গতকাল সংশ্লিষ্ট ঠিকাদার হাইমচর উপজেলার বাসিন্দা নান্টুকে মৈশাদীস্থ তালতলা বাজার-পালকান্দি সড়ক উন্নয়ন কাজ বন্ধ রাখতে চিঠি দিয়েছেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী।
এব্যাপারে চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: আহসান কবির গতকাল ৩০ জুলাই দৈনিক চাঁদপুর খবরকে জানান,সদরের মৈশাদীস্থ তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে । অনিয়মের সংবাদটি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশিত হয়েছে । তাই সড়কের কাজটি বন্ধ করার জন্য চিঠি দেওয়া হয়েছে । এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা উপ-প্রকৌশলী আইয়ুব আলীকে ডেকে পরবতী ব্যবস্থা নিতে বলেছি ।
সেই সাথে চাঁদপুর সদর স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি’র) উপ-প্রকৌশলী আইয়ুব আলীকে সড়ক উন্নয়ন কাজের অনিয়মের তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা উপ-প্রকৌশলী আইয়ুব আলী জানান, ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের তথ্য সঠিক। খোদ ঠিকাদার হাইমচর উপজেলার নান্টু নিন্মমানের কাজের সাথে জড়িত। ঠিকাদার নান্টু কোন কথা শুনছে না। সে ঠিকাদারের পর্যায় পড়ে না। এলাকাবাসী উক্ত কাজে অনিয়মের অভিযোগ করছে আমার নিকট । কিন্তু ঠিকাদার কথা শুনছে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । বিষয়টি সদর ইউএনও ও এলজিইডি নিবাহী প্রকৌশলী,উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। এলজিইডি থেকে অনিয়মের বিষয়টি তদন্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধ রাখতে চিঠি দেওয়া হয়েছে। উক্ত সড়কটি দের কিলোমিটার। সড়কের আনুমানিক ১কোটি ৪৫ লাখ টাকার মতো বরাদ্ধ । কাগজ না দেখলে সঠিকভাবে বরাদ্দের পরিমান টা ঠিক মতো বলতে পারছি না ।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার -পালকান্দি সড়ক উন্নয়ন কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খোদ ঠিকাদারের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ উঠেছে । এলাকাবাসী এই অভিযোগ করেছে ।
চাঁদপুর সদর উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী বিভাগের (এলজিইডি) অধীনে তালতলা বাজারস্থ পালকান্দি সড়ক উন্নয়ন কাজে এ অনিয়ম অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা দৈনিক চাঁদপুর খবরকে জানান, এ এলাকায় এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ন। কিন্তু রাস্তাটিতে নিন্মমানের ইট নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তার গাইড ওয়াল গুলির মধ্যে নিয়ম অনুযায়ী রড, সিমেন্ট কোন কিছুই সঠিকভাবে দেওয়া হয়নি। অত্যন্ত নিম্ন মানের কাজ করা হচ্ছে। এলাকাবাসী আরও জানান সংশ্লিষ্ট ঠিকাদার নান্টুর বিরুদ্ধে নিন্মমানের করার গুরুত্বর অভিযোগ উঠে ।
জানা যায় মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার পালকান্দি সড়ক উন্নয়ন কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। গাইড ওয়ালে নিন্মমানের রড, সিমেন্ট কম ব্যবহার করা হয়েছে।