চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার: চাঁদপুর হয়ে শরিয়তপুর জেলায় অভিনব কায়দায় গাঁজা পাঁচারকালে ৫ কেজি গাঁজাসহ মোঃ ইউসুফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটক ইউসুফ ফেনী জেলার পরশুরাম থানার মৃত সেরাজ মিয়ার ছেলে।

চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদ উল্লাহ জানান, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণাঘাট এলাকায় রোববার বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউসুফের হেফাজতে থাকা খাকি কালারের কস্টিব পেঁচানো ২ টি প্যাকেট থেকে ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, সোমবার দুপুরে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সম্পর্কিত খবর