চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে দায়িত্ব অবহেলায় শিশু সাফওয়ানের মৃত্যু!

স্টাফ রিপোর্টার : ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলায় সাফওয়ান নামের ২ মাসের শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু বরণ করেন।

শিশুটি শহরের গুয়াখোলা এলাকার বাসিন্দা ও মীর শপিং সেন্টারের ব্যবসায়ী হাবিবুর রহমানের ছেলে। প্রথম সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারটি।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঠান্ডাজনিত সমস্যা নিয়ে শিশু সাফওয়ানকে শনিবার রাত সাড়ে ১১ টায় হাসপাতালে ভর্তি করানো হয়। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির পিতা হাবিবুর রহমান জানান, শনিবার শিশু বিশেষজ্ঞ ডাঃ আজিজ কে সাফওয়ানকে দেখানো হয়। তার নির্দেশে হাসপাতালে সাফওয়ানকে ভর্তি করানো হয়। তবে রোববার দুপুরে নার্স শাহিনুর ও অপর আরেকজন নার্স ঔষধ ও ইনজেকশন এনে দিলেও অবহেলা করেন। সময়মত ইনজেকশন পুশ করেন নি। বিলম্ব করে সাফওয়ান কে ইনজেকশন দেয়ায় সে নিল বর্ণ হয়ে মৃত্যু বরণ করে। চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে আমরা আইনী ব্যবস্থা গ্রহন করবো।

ঘটনার পরপর চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মোঃ হুমায়ুন কবির ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে তিনি ভূক্তোভোগীদের আইনী সহায়তা দেয়ার আশ্বস্থ করেন।

সম্পর্কিত খবর