ভাটেরগাঁও গ্রামে সম্পত্তিগত বিরোধের তদন্তে ঘটনাস্থলে পুলিশ

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামে সম্পত্তিগত বিরোধে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল ২৮জুলাই দুপুরে উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল তদন্তে যান তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস ।

তিনি ঘটনাস্থল তদন্তে অভিযোগকারীর সত্যতা পেয়েছেন । তিনি বিরোধ নিষ্পত্তিতে ডাকা হবে এবং সম্পত্তির কাগজপত্র যাছাই-বাছাই করে দেখা হবে । সম্পত্তির মূল হলো দলিল । ঘটনাস্থলে উভয়পক্ষ আইনশৃংখলা অবনতি না ঘটে সে ব্যাপারে কঠোরভাবে বলা হয়েছে । বাদী মনির হোসেনের নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখবে ।

জানা গেছে, গত ২৭ জুলাই ভাটেরগাঁও গ্রামের গাজী বাড়ি নির্বাসী ক্রয়সূত্রে সম্পত্তির বৈধ মালিক মোঃ মনির হোসেন (৪০) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আসামী করা হয় ১। খতেজা বেগম (৫৫), পিতা- মৃত শামছুল মৃধা, সাং- সেনগাঁও, ২। জাহাঙ্গীর (৫০), পিতা- মিয়া রাজা, সাং- ভাটেরগাঁও, উভয় থানা ও জেলা- চাঁদপুর।

অভিযোগ সূত্রে জানা যায়,বিবাদীদ্বয় উশৃঙ্খল, বদমেজাজী, ভূমি দস্যু, লাঠিয়াল, মাস্তান, পরসম্পদলোভী এবং খারাপ প্রকৃতির লোক হয়। ১নং বিবাদী সম্পর্কে বাদীর স্ত্রীর বোন হয়, ২নং বিবাদী বাদীর ভায়রা হয়। নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি বাদী খরিদসূত্রে মালিক। ১নং বিবাদী ভূমিহীন ও বাদীর আত্মীয় হওয়ায় ১নং বিবাদীকে বাদীর খরিদকৃত সম্পত্তিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। পরে ১নং বিবাদী ২নং বিবাদীর ইন্ধনে ও উস্কানিতে বাদীর খরিদকৃত নিম্ম তফছিল বর্ণিত সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করার পায়তারা করার চেষ্টা করে। বাদীর খরিদকৃত সম্পত্তি হতে ১নং বিবাদীকে ভোগ দখল ছেড়ে দিতে বললে বিবাদী বাদীর কথার কোন কর্ণপাত না করে বর্ণিত সম্পত্তি ভোগ দখল না ছেড়ে বাদীকে বিভিন্ন হুমকি ধমকি দেয় এবং মারপিট করে।

বর্ণিত সম্পত্তির তফসীল: জেলা চাঁদপুর, থানা-চাঁদপুর সদর উপজেলাধীন ভাটেরগাঁও মৌজার বি.এস, ৮৭৪নং খতিয়ানের ১৫৭৮ নং দাগের মো: ০৬ শতাংশ ৬০ (ছয় শতাংশ ষাট পয়েন্ট) ভূমি।

এ ব্যাপারে বাদী মনির হোসেন দৈনিক চাঁদপুর খবরকে জানান, তিনি বতমানে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে । সম্পত্তির জন্য তাকে জীবন -নাশের হুমকি দিচ্ছে বিবাদীপক্ষসহ একটি মহল । তিনি বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও ওসির সুদৃষ্টি কামনা করেছেন ।

সম্পর্কিত খবর