চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টারঃ কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রস্তুত বলে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন সংগঠনের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র এ্যাড,হেলাল হোসেন, ২৭ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই হুশিয়ারী উচ্চারন করেন। জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি জাহিদ হোসেন, এডভোকেট আতাউর রহমান পাটোয়ারী।

সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, কাউছার আহমেদ।দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, সদস্য আবু সায়েম,পৌর আহবায়ক আনোয়ার হাওলাদার, যুগ্ম আহবায়ক শুভাশিষ ঘোষ শ্রীগুরু কামরুল হাসান সোহেল,ফারুক শেখ ইয়াছিন দেওয়ান। সদর উপজেলার যুগ্ম আহবায়ক শেখ দাদন বীন আলমগীর ও লিটন মজুমদার সহ আরও উপস্থিত ছিলেন জেলার নেতা, নাসির উদ্দীন নিশান, সাজ্জাদ হায়দার, ইমান গাজী,কিরন ভুইয়া,খলিল দেওয়ান,বিজয় নাগ,মাহমুদ মাহমুদ সহ বিপুলসংখ্যক নেতা কর্মী। এর আগে আজ সকাল ৮ ঘটিকার সময় দলিও কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে দলিও ও জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের প্রেস ইমাম,মাওলানা আবু জাফর।

সম্পর্কিত খবর