স্টাফ রিপোর্টার ঃ নাশকতা মামলায় এজহারকৃত ও এজহার বর্হিভূত ৯ জন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত প্রত্যেককে চাঁদপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর জিআরও কোট । গত ৭ দিনে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের যুবদলের সভাপতি বাবুল মৃধা (৪২), বালিয়া ইউনিয়নের সক্রিয় যুবদল নেতা জাহিদুল ইসলাম নোমান খান (২৮), জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার আহমেদ শিশু (৪৩), জেলা যুবদলের সহ-সমাজ কল্যান সম্পাদক কাইয়ুম খান (৪০), জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইউসুফ মিজি (৩৮), জেলা তাঁতীদল নেতা রফিকুল ইসলাম (৪০), যুবদল নেতা ইমরান আহমেদ (৩৫), জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান রনি ও ছাত্রদল নেতা ইউসুফ রোজেন (২৪)।
থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রাতে নাশকতার চেষ্টায় ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা অনেকের নামে চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন এসআই কুদ্দুস। যার নং-৫৭। মামলার প্রধান আসামী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার। এই মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অপর দিকে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, পতাকা স্ট্যান্ড এবং বিভিন্ন ব্যার ফ্যাস্টুন ভাংচুর করায় চাঁদপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলা করেছে চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অফিস সহকারী বাদল গাজী। যার নং-৫৮।
জানা গেছে,গত ১৯জুলাই চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস বাদী ১৪জন অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করেন। ১৫(৩) এর বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আলোকে ধারা-১৪৩, ১৮৬, ৩৩২,৩৩৩, ৩৫৩, ৪২৭ মামলা দায়ের করা হয়।
১৯জুলাই চাঁদপুর সদর মডেল থানা ওসি মো: শেখ মুহসীন আলম স্বাক্ষরিত এজহার থেকে এ তথ্য জানা যায়।
এজহারনামীয় আসামীরা হলো-১. ফয়সাল গাজী বাহার ওরফে ফয়সাল আহম্মেদ (৪৫), সাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্রদল, চাঁদপুর, পিতা-ছাবের আলী ছায়ের আলী স্থায়ী গ্রাম-গুয়া খোলা, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ২. ইমান হোসেন (৩২), সভাপতি, জেলা-ছাত্রদল, চাঁদপুর, পিতা-আবুল খায়ের, স্থায়ী গ্রাম-গুয়াখোলা, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৩. ইসমাইল হোসেন পাটোয়ারী (৩০) সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী: অজ্ঞত উপজেল- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৪. সেলিমুছ সালাম (৫৫), যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা-বিএনপি, চাঁদপুর, পিতা-মৃত আব্দুস সালাম, স্থায়ী: সাং-বিপনীবাগ (সালাম মঞ্জিল)), উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৫. আলী ঢালী (৪৯), দপ্তর সম্পাদক, জেলা-বিএনপি, চাঁদপুর পিতা-মৃত হাকিম ঢালী, স্থায়ী: গ্রাম- নাজির পাড়া উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৬.জিয়াউর রহমান সোহাগ (৩০) সাংগঠনিক সম্পাদক, জেলা-ছাত্রদল, চাঁদপুর, পিতা-ফজলুর রহমান মুন্দী, স্থায়ী গ্রাম- মমিন পাড়া, উপজেলা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর ৭. জসিম গাজী (৩০), যুগ্ম আহ্বায়ক, যুবদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী অজ্ঞত, উপজেলা- চাঁদপুর সদর,
জেলা-চাঁদপুর ৮. ইউসুফ মিজি(৩৪), সহ-দপ্তর সম্পাদক, জেলা-যুবদল, চাঁদপুর, পিতা-আবুল আবাসিক এলাকা, চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৯. নজরুল ইসলাম নজু (৪৫), আহব্বায়ক, যুবদল, সদর উপজেলা, চাঁদপুর, পিতা-মৃত আমান উল্লাহ, স্থায়ী: সাং-লক্ষীপুর, ৬নং ওয়ার্ড, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ১০. মানিকুর রহমান মানিক (৪০), সভাপতি, জেলা যুবদল, চাঁদপুর, পিতা-মৃত শামছুল হক, স্থায়ী গ্রাম- কানুদী, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ১১. নুরুল আমিন খান আকাশ (৪২), সাধারণ সম্পাদক, জেলা যুবদল, চাঁদপুর, পিতা-অজ্ঞাত, স্থায়ী (অজ্ঞাত), উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর,
১২. মাসুদুর রহমান মাসুদ মাঝি (৪৩), যুগ্ম আহব্বায়ক, জেলা সেচ্ছাসেবক দল, চাঁদপুর, পিতা-চারু মাঝি, স্থায়ী, গ্রাম- প্রফেসর পাড়া, উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ১৩. জহির মনোয়ার (২৮), সভাপতি, ইসলামী ছাত্র শিবির, সদর উপজেলা, চাঁদপুর পিতা-অজ্ঞাত, স্থায়ী: ট্রোক রোড, উপজেলা চাঁদপুর সদর, জেলা চাঁদপুর ১৪, শেখ মোঃ বেলায়েত হোসেন (৩২), সহকারী সাধারন সম্পাদক, জামায়েত ইসলামী বাংলাদেশ, চাঁদপুর পৌর শাখা, চাঁদপুর পিতা-অজ্ঞাত, স্থায়ী: (অজ্ঞাত), উপজেলা- চাঁদপুর সদর, জেলা-চাঁনপুর সসহ অজ্ঞাতনামা আরো অনেকে।
মামলায় এজহারভুক্ত ও এজহার বহিভূত অনেককে আটক করা হয়েছে । সেই সাথে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে দৈনিক চাঁদপুর খবরকে জানান চাঁদপুর সদর মডেল থানার এসআই আব্দুল কুদ্দুস । মামলাটি তদন্ত করছে এসআই রাকিবুল ইসলাম ।
অপর এক সূত্রে জানা গেছে ,চাঁদপুর জেলা আওয়ামীলীগ অফিস ভাংচুর এর ঘটনায় অজ্ঞাত ২৫০থেকে ৩০০জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি এজহারভুক্ত করা হয় । তারিখ: ২২/০৭/২০২৪খ্রি. । জানা গেছে ,উক্ত মামলায় অনেককেই এ পযন্ত গ্রেফতার করা হয়েছে । মামলাটি তদন্ত করছে চাঁদপুর মডেল থানার এসআই ফ ম শাহজাহান ।
২২জুলাই চাঁদপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের অফিস সহকারি মো: বাদল গাজী বাদী হয়ে অজ্ঞাত ২৫০থেকে ৩০০জনের বিরুদ্ধে মামলা করেন। বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর আলোকে ধারা-১৪৩, ৪৪৮, ৩৭৯, ৪২৭, ৫০৬, পেনাল কোড১৮৬০ মামলা দায়ের করা হয়।
এজহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভাস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম পাটওয়ারী সড়কস্থ জেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে ও ভিতরে ভাংচুর ও নাশকতার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, বিভিন্নস্থানের সিসি টিভির ফুটেজের মাধ্যমে এ পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। অভিযান চলমান রয়েছে।