চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল ইসলাম বাবুর সুস্থতা কামনায় দোয়া

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর সুস্থতা কামনায় চাঁদপুর পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিলুর রহমান জুয়েলের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ আছর চাঁদপুর পৌরসভা মসজিদে এই দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিলুর রহমান জুয়েল ছাড়াও পৌরসভার-বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন পৌরসভা মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন। দোয়ায় উপস্থিত সকলে মহান রাব্বুল আলামিনের কাছে অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবুর সুস্থতা কামনা করেন।

সম্পর্কিত খবর